ফিরতি পথে স্বপ্ন গুলো সবি হবে পুরন,
এই ভাবনায় চলতি পথে
হাঁটছি গতি ভীষণ,
পথের শেষে দেখি দাড়িয়ে আছে মরণ।
স্বপ্ন মরা আমি ,
বুকের ভীতর তিব্র জ্বালা হচ্ছে রক্ত ক্ষরণ।
স্বপ্নগুলো যায় ভেসে যায়
ধরে রাখার অভিপ্রায়, আমি নিরুপায়।
সময় ,জীবন সবই দিলাম
তবু স্বপ্ন গুলো স্বপ্নই থেকে যায়।
আমার অপূর্ণ স্বপ্ন গুলো কি
এই দেশটাকে একটুও ভাবায় ?
আমার যখন হলো মরন
জনতার মাজে আমার স্বপ্নের বিচ্ছুরণ।
কে কবে শুনেছে
এই জনতার আকুল আবেদন,
তাই বলচি শোনো হে জনতা,
স্বপ্ন গুলো ভুলে যাও,
স্বপ্নের অপুর্ণতায়
নিজেকে পরিপুর্ণ করে সাজাও।