সত্য বলা বারণ আছে
মিথ্যে বলার কারন আছে
শোক টা না জানালে
উচ্চ বিত্তের পদক টা যে যাবে খসে।


আমি শালা ব্লাডি বাঙ্গালী
সম্মুখে দেই করতালি
পশ্চাতে মাখি চুন কালি
স্বাধীন করে জাতীয়তা বাংলাদেশী
গর্ব করে বলি আমরা বাংগালি!


বলি, যদি কোন দিন
ওপারের বাংলা দাদারা এসে বলেন,
আমিও বাঙ্গালী তুমিও তাই
অনেক দিন হলো একাই থাকছো ভাই
এবার আমার, তোমার পাশে একটু থাকার জায়গা চাই,
হাসছ কেনো বাঙ্গালী সব না ভাই ভাই।


মুর্খরা সব দেশের নেতা
শুদ্ধ করে হিসেব যতই কষেন
বছর শেষে সবই লসের খাতা।


শালা বুদ্দিজীবীরা,
এতই যদি বুঝিস তোরা
পঞ্চাশ বছরে
সবার থেকে পিছিয়েছিস কেনো তোরা।


আজ আমি দাঁড়িয়েছি এখানে
চলে যেতে নয়
নিজের ভালো যদি মুর্খরা বুঝে
তবে আমরা কেনো নয়,
সংখ্যায় তারা বরাবরেই কম
তবু কেনো আমাদের এতো ভয়।
একজন একজনের পিছনে দাঁড়িয়েছেন
কাতার টা একটু একটু করে বাড়িয়ে জান
হারিয়ে জান দৃষ্টি সীমানা ছাড়িয়ে


সামনে তাকিয়ে দেখেন
কাঁপছে কেমন মুর্খদের প্রাণ।