আমি নিজেই কি গহীন অরণ্যে
সীমাবদ্ধ কোন বন্দী মানুষ?
নাকি বাধ্যতামূলক পলাতক!
তবে কি বিজয় সু-নিশ্চিত মানবতার বিরুদ্ধ পক্ষের?


জীবন থেকে জেনে গেছি,
রাষ্ট্রের সর্বনিন্ম ভাগের বেশীরভাগ
জন্মই, অকাল জন্ম।
চলে যেতে হয় নীরবে
কেউ কেউ বেছে নেয় সংগ্রামের বিরুপ পথ।
আমিও কি চলে যাবো?
নাকি গহীন অরণ্যের
সব বাঁধা উড়িয়ে দেবার করবো শপথ।


দুঃসময়ের এই নষ্ট লগ্ন শেষে,
প্রেতাত্মার এই শহরে হেঁটে হেঁটে
তুমিও থেমে যাবে।
একাকী পুড়বে কি খুব নির্জনে?


বুকে চেপে রাখো যদি
পাওয়া না-পাওয়ার আগুন
ক্রন্দন হবে উল্লাসের মত,
পুড়ে অঙ্গার হয়ে যাবে
ক্ষত হয়ে রয়ে যাবে স্মৃতিরা যত ।


তার চেয়ে ভালো
আমার নেশায় বুঁদ হয়ে,
আমার স্বপ্নে ভর করে চলে যেও অনন্তের দিকে।