পায়ের পাতায় চুমু দিলে চমকে ওঠো বড়ো
স্বচ্ছ কাঁচের তলায় হঠাৎ লাফায় নীল শিরা
ঝলসে উঠে রাজমূকুটের গোলাপরাঙা হীরা
পায়ের তলায় আবীর ধূলায় কাহার মূর্ত্তি গড়ো?
জাফরানী পায়ের ডিমে হাত দিলে লাফ মারে ছিপ
মৎস্য শিকারী কাঁপে। পোড়ে জনপদ। ধর্মশালা।
এলাচ-গন্ধা ঊরু ; দু'আঙ্গুলে বসন তোলা
তীব্র হা হা শব্দে কাছে ডাকে দারুচিনি দ্বীপ।
শাড়ীর ফাঁকে বুকের বাঁকে উঁকি দিলাম যে-ই
আঁচল টেনে ঢাকলে চাঁদ ; হোঁচট খায় জাহাজ,
নোঙর ফেলো, মাস্তুল টানে তোমার নাভীর খাঁজ
পা'মুচড়িয়ে শো'ও শবাসনে উপাসনা তবে-ই।
হাওয়ার ঝাপটায় উড়ে যায় বুকের পাল
হাল ধরে নাবিক পিপুল-বরণ যমজ গিরি
জিভে গোলমরিচের স্বাদ, কাঁপে লবঙ্গ শরীরি
উন্মুক্ত সুন্দর পেশীর গঠন করে বেসামাল।
স্তোত্রপাঠ রাজপ্রাসাদে ; ডুবে দাঁড় - ধর্মবই!
হাঁটুভগ্ন তটে ঠেকে মতিচ্ছন্ন নৌকার গলুই।।