আমার আকাশে এখন
সূর্যাস্তের রৈখিক সরণী ;
বিষণ্ণতায় ন্যূব্জ বিকেলের ডানায়
কুয়াশার ছাপচিত্র ;
ঋজু পাহাড়ের ছায়াশরীরে ডুবছে
স্খলিত সূর্য।
ব্যারাকগামী সৈনিকের মার্চপাস্ট
সংবদ্ধ উচ্চারণে দীপ্র কোরাস
দূরাগত হাওয়ার আঁচলে
একান্তে মুখ লুকাচ্ছে,
তোমার অঙ্কটা কতটুকু মিলছে?
আমার রাস্তায় এখন
সান্ধ্য আলোর লুকোচুরি,
প্রাচীন অশ্বত্থের নীচে  
সৌম্য ভাস্কর্যের চেনা পদপাতে
সুতনুকা মেয়েদের সুদৃশ্য সম্মেলন ;
হাসির টুকরো মিছিল ছাপিয়ে
বেজে উঠে সুতীব্র হর্ণ!
ব্যস্ত স্কোয়ারের বুক চিরে ছুটে যায়
দ্রুতগামী জলপাই রঙ কনভয়
টহল ফেরত সৈনিকের হেলমেটে
চলকে যায় সূর্যাস্ত,
উদ্যত বেয়নেটে কেঁপে উঠে
ক্ষীয়মান রোদ্দুর,
ক্ষয়িষ্ণু দিনের চোখে রাত্রি অক্ষয়
কেমন কাটছে এখন তোমার সময়?
এখন আমার সময় গুলো পিচ্ছিল
পাহাড়ি অজগর সাপের মতো
গা'এলিয়ে রোদ পোহায়
নলখাগড়ার বনে প্রাচীনতার
খোলস ছড়ায়,
মাতাল হাওয়ায় মহুয়ার গন্ধ
মন ভালো নেই
কখনো পড়ে কি মনে এই আমাকেই?