করোনা শেষে,
যদি জেগে উঠি নতুন বিশ্বাসে,
তোমায় নিয়ে কেষ্টপুর যাবো
কাঞ্চন দীঘির শ্যাওলা বাঁধানো ঘাটে বসে
কাকচক্ষু শীতল জলে পা'ডুবিয়ে
ছাঁচে বানানো নারকেল মোয়া খাবো।
নির্জন  সাঁঝের বেলা
উলুখড়ের জঙ্গলে দেখবো জোনাকির নাচন
ভাট ফুলের মিষ্টি গন্ধে মন উচাটন।
তোমার অতলান্তিক নীল চোখে তাকাবো অপলক
আকন্ঠ পান করবো পরাভূত স্বপ্নের আরক।
গোবরডাঙার মাঠের বিশাল বটগাছ
দাঁড়িয়ে থাকবে একা, যেন রাজাধিরাজ!
হাওয়ার মাতামাতিতে টুপটাপ ঝরবে
টুকটুকে লাল পাকা বটফল
জৈবিক লোভে ভীড় করবে
রাতজাগা পাখির দল।।