করোনা শেষে
যদি বেঁচে যাই ক্লেশে বা অক্লেশে!
তোমায় নিয়ে ইছামতীর মেলায় যাবো
শেষ বিকেলের কমলা আভায়
হাওয়াই মিঠাই খাবো।
যদি চাও কিনে দেবো
মোটা পাড়ের ময়ূরপঙখী শাড়ি
শান্তিপুরি নাগরা দেবো ফরসা পা'য়ে জুড়ি ;  
সরু হাতে দেবো রঙ বেরঙের কাঁচের চুড়ি
অলকাপুরের মাঠে ওড়াবো প্রজাপতি ঘুড়ি।
মেঠোপথ ধরে হেঁটে যাবো বিষ্ণুপুর
হাতে হাত রাত দুপুর ;
তোমার পা'য়ের আলতা ধূলায় ম্লান হলে
ডুবিয়ে নিও শঙখ নদীর জলে।