ভুলে যেতে চাই সব ছিটেফোঁটা স্মৃতি
সংক্ষিপ্ত সম্মোহন টুকিটাকি কষ্ট
কিছু রমণীয় মুখ অদ্ভুত অস্পষ্ট
জ্বলে জ্বলে ছাই হয় যাবতীয় প্রীতি।
কোন ফ্রক পরেছিল, সেই মনোবীন!
কোন হাতে ছুঁয়েছিল নিটোল আঙুল ;
বিভ্রান্ত বাতাসে উড়ে এলোমেলো চুল
নিখুঁত নিশিত মুখে ঝরলো যেদিন।


তালগোল সবকিছু স্মৃতির কোটরে ;
যেমন বর্ণান্ধ চোখ রঙ ভুল করে -
অহরহ স্মৃতিকষ্ট, টুকরো নিঃশ্বাস
অনিদ্রা দু'চোখ জুড়ে পিচ্ছিল প্রেমিকা
তন্দ্রাচ্ছলে ক্ষয়ে যায় অস্থির বিশ্বাস
কফিনে পেরেক ঠোকে মানস জাতিকা।