তোমার গদীতে বিনামূল্যে সব সুখ বিকিয়ে
আমি আজ পুঁজিপাট্টা হীন
নিতান্তই পথের ভিখারী;
বেশ রপ্ত করেছো হালচাল,
কিনছো তামাম দুনিয়াদারি
দ্যাখছি,ভালোই করতাছো ব্যবসাপাতি
এই ফিকিরে।
আমার লকারে সমস্ত দুঃখ গচ্ছিত রেখে
তুমি আজ চিন্তাহীন
আমার ভালোবাসার ব্ল্যাংকচেক নগদে ভাঙিয়ে
তোমার সুদিন।
প্রেমের মুক্তবাজারে কত টাকা লগ্নি করে
কত মুনাফা লুটতে হয় শিখেছো জবর
ঝানু মহাজনের মতই হালফিল
তোমার হিসাবপত্তর;
জমছে গোপন সিন্দুকে
প্রেমের বান্ডিল থরেথরে।
তুমি এখন পাকা খেলোয়াড়
একনজরে চিনে নাও লাভজনক কারবার,
তোমার কাছে কিই-বা পাবে দাম
আমার মত খরিদ্দার।।