'আবি আব্দুল্লাহ্ রিয়াজ' ভোলা জেলার দৌলতখান উপজেলার সৈয়দপুরের এক সম্ভ্রান্ত ফরাজী পরিবারে জন্মগ্রহণ করেন। ভাগ্যের নির্মম পরিহাসে একটা সময় পৈতৃক সম্পত্তির সিংহভাগ নদীর ভূগর্ভে হারিয়ে যায়। মায়ের অসুস্থতা ও বাবার আকস্মিক মৃত্যু তে তিনি মানসিকভাবে বিষাদগ্রস্ত হন। একসময় কঠিন বাস্তবতার মুখোমুখি হন। তাই পারিবারিক স্বর্গ সুখ গুলো উপলব্ধি করতে ব্যাহত হন। মনের ভেতর জমে থাকা আনন্দ ও বেদনার অনুভূতিকে শব্দাকারে প্রকাশ করতে গিয়ে দেখেন তা হয়েগেছে গল্প,উপন্যাস আর কবিতা । তিনি প্রাকৃতি আর সাহিত্যের সন্নিকটে থাকতে পছন্দ করেন । ভালোবাসেন গল্প, উপন্যাস আর কবিতা ।
Aby Abdullah Riaz
আবি আব্দুল্লাহ্ রিয়াজ ৪ বছর ৪ মাস হলো বাংলা-কবিতায় আছেন।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.