একটি কবিতা হবে বাছাই, হাজার কবিতা থেকে
হাজার কবিতার ভিড়ে হারিয়ে যাওয়া কবিতাটি
ছন্দে-ছন্দে ভরপুর, ভালবাসার কাব্যগাঁথা
হৃদয়ে হৃদয় রেখে মেলােনা সুরে বিভোর
নন্দিত এক ভুবনের মানসকন্যা তোমাকে নিয়ে লেখা।

একটি কবিতা হবে বাছাই, হাজার কবির কবিতা থেকে
নন্দিত এক তুমি তোমাকে নিয়ে লেখা
হে স্বদেশ! তোমার মাটি আর মানুষগুলোকে নিয়ে লেখা
যারা যুদ্ধ চায় জীবন যুদ্ধ, স্বপ্ন বোনার যুদ্ধ
করুনা নয় একটা কাজ চায়, চায় জীবনের একটা প্ল্যাটফর্ম,
আর হতাশ করোনাগো তুমি, একটি কবিতা করো বাছাই
হাজার কবিতা থেকে, হাজার কবির কবিতা থেকে
একটি কবিতা হবে বাছাই, হাজার কবিতা থেকে।