অনু (৮১-৮৫)
             অচিন্ত্য সরকার


      ৮১.গরম পান্ডা
         অচিন্ত্য সরকার


সূর্য মামার আগুন চোখ
ঝলছে দিচ্ছে দশদিক,
মন চাইছে সরবত ঠান্ডা।
ব্যর্থ সব ফ্যানের হাওয়া,
নতুন বৃষ্টি, বাঁচাক সৃষ্টি,
জব্দ করে গরম পান্ডা।


          ৮২.নববর্ষা
             অচিন্ত্য সরকার


আকাশে জমা মেঘের সম্ভার
নতুন বর্ষার খবর বয়ে আনে,
কৃষক ভাই নাঙল নিয়ে কাঁধে
সকাল সকাল ধায় মাঠ পানে।
মেঘের ডাকে,বিদ্যুতের ঝলকে
কেঁপে ওঠে মন অজানা শঙ্কায়,
বিরহী প্রাণের মিলন আকুতি,
মেঘের জল ডানায় বার্তা ছড়ায়।  



       ৮৩.পূজ্য
        অচিন্ত্য সরকার


যে ফুল মধু গন্ধে ভরা
       সে তো যাবে ঝরে,
রুপ ‌মাধুরী পূর্ণ এ ধরা
      জীব মাত্র তবু মরে।


জীবন পাত্র পূর্ণ যাঁর
      মহান কীর্ত সম্ভারে,
মৃত্যুর ওপার থেকেও
       পূজ্য মানুষের দ্বারে


     ৮৪.সর্বনাশা
      অচিন্ত্য সরকার


       তামাক সর্বনাশা
ভাঙে সুখের বাসা;
পরিহারে তামাক
জীবন হবে খাসা।


        ৮৫.দু'বার মরে
           অচিন্ত্য সরকার


কোর্ট দেয় অবজারভেশন
কমিশন করে আইন,
জীবন দিয়ে আম জনতা
প্রতিদিন দেয় ফাইন।


চৈত্রের তাপ সওয়া যায়
বাজারের তাপ মারে,
তার উপর করোনা কামড়
দু'বার মারে তারে।