(৪৬) দরকার
          অচিন্ত্য সরকার


নির্জন রাজপথে ছুটছে তরুনী
ফিটনেস রাখা দরকার,
রাস্তার দু'পাশে গাছেরা দাঁড়িয়ে
উঁকিঝুঁকি দেয় বারবার।


একমনে ছুটে তার একটাই বার্তা
সুস্বাস্থ্য সবার অধিকার,
নারী কি পুরুষ মিথ্যে না ভেবে
ব্যায়ামটা করা দরকার।


   (৪৭)  ধান-সোনা
          অচিন্ত্য সরকার


হেমন্তের সোনা ধানে,সুখের স্বপ্ন গানে
কৃষকের মুখে ফোটে হাসি,
হাওয়াতে দোলায় মাথা,ধানের নকশিকাঁথা
ফসলের গরবে খুশি চাষী।
মাঠ ভরা সোনানী ধান,গায় প্রাণের গান
ভরে ওঠে অন্নপূর্ণার গোলা,
রোদে জলে পুড়ে খাটা,পেয়ে যায় স্বার্থকতা
বছরের খোরাকি ঘরে তোলা।



     (৪৮) ভুতের ছড়া
         অচিন্ত্য সরকার


ভূতের ছড়া লিখতে হবে
সম্পাদকের সরমায়েশে,
হানাবাড়ি পৌঁছে গেলাম
গোয়েন্দার ছদ্মবেশে।


ভাড়া বাড়ির ছাদ ফুঁড়ে
বটের শিকড় ছোলে
চেয়ে দেখি ভুতের ব্যাটা
দিব্বি বসে দোলে।


         (৪৯) ছন্দ হারা
              অচিন্ত্য সরকার


জীবন যখন ছন্দ হারায়
দ্বন্দ্ব বাড়ায় মনে,
বাঁধন গুলোয় ধুলো জমে
কান্না মনের কোনে।


কান্না ভেজা চোখের পাতা
বৃষ্টি আমার মনে,
প্রেমের মুকুল শুকিয়ে যায়
মনের কোনে কোনে।


   (৫০)গণেশ সোনা
        অচিন্ত্য সরকার


মা যে বড়ই ব্যস্ত এখন
পুজোর দিন হাতে গোনা,
এমন সময় লাড্ডু চাই
জেদ ধরেছে গণেশ সোনা।


ত্রিশুল রেখে মা যেই তারে
বসেন লাড্ডুটা খাওয়াতে,
গনেশ সোনা লক্ষ্মী হয়ে
হামাগুড়ি দেয় দাওয়াতে।