অনু (৬১-৬৫)
          অচিন্ত্য সরকার


          ৬১. জীবন
                অচিন্ত্য সরকার


জীবন যেন রঙধনু কবিতা।
কখনও ছন্দ-লয়ে কলকলিয়ে
সুখ-সারির গল্প গাথা;
কখনও ছন্দহীন আপাত কঠিন
গদ্য-ভরা ইতিকথা।
       রসিক বন্ধু পাঠক-সুজন
গদ্য মাঝেও ছন্দ-রতন
পেয়েই যাবে করলে যতন।


     ৬২.পরশ
       অচিন্ত্য সরকার


ভাত ঘুম শেষে অলস দুপুর
পড়ছে মনে কথা তারই,
আধ ভোলা সব স্মরণীকায়
ভাল্ লাগে না মন ভারী।


এমনই ছিলো অসল দুপুর
জামরুল তলা বারান্দায়,
এলো চুলের পরশ যে তার
আজও যেন জড়িয়ে গায়।



    
৬৩.নেপোই মারে দই
         অচিন্ত্য সরকার


বছরে শুধু বিমান ভাড়া
এক’শ একত্রিশ কোটি!
ও জনার্দন,এ দিকে দেখি
ফুটো তোমার পায়ের চটি?
জনতা জনার্দন বানিয়ে দেয় মই
পায় শুধু কলা,নেপোই মারে দই।


        
৬৪. গোলক-ধাঁধা
         অচিন্ত্য সরকার


মহাশূন্যের সীমাহীনতা ফেলে
ঈশ্বর কনা মানব-ঘরের অন্ধ
অলিন্দে বন্দী।প্রেম-অমৃত,
দেবাসুরের ভাগ বাঁটোয়ারায়
খেলে চলে বাঘ বন্দি।বন্ধন,
আসন্ন মানের হিসেব মেলাতে
আঁধার লক্ষ্যে গোলক-ধাঁধা
রাত দিন এঁটে চলে নানা ফন্দি।




      ৬৫. বেড়ি  
অচিন্ত্য সরকার


তোমার আমার নিবিড় অনুভব
জলধির তরঙ্গায়িত নীল।তবু...
পাশব ষড়ভূজে আবদ্ধ প্রেম
মুচ্ছা যায় পৃথিবীর বুকে,রতি-সুখে;
অসীম শূণ্য থাকে আকাশ সুনীল।