অনু (৬৬-৭০)
    অচিন্ত্য সরকার



         ৬৬.খেলা
           অচিন্ত্য সরকার


জগৎ জুড়ে খেলার মেলা
হার জিৎ আর ভাঙাগড়া;
খেলছে যেজন অলক্ষ্যেতে
জিততে তাঁরে শুন্য ফলে
খেলতে হবে আপনা ভুলে।



           ৬৭. গরম পান্ডা
           অচিন্ত্য সরকার  


      সূর্য মামার আগুন চোখ
     ঝলছে দিচ্ছে দশ দিক,
     মন চাইছে সরবত ঠান্ডা।
      ব্যর্থ সব ফ্যানের হাওয়া
     নতুন বৃষ্টি বাঁচাক সৃষ্টি,
     জব্দ করে গরম পান্ডা।


৬৮. শ্রমিক
      অচিন্ত্য সরকার


রোদ,জল,ঝড়ে,জন্ম মৃত্যুর গড়ে
যুগে যুগে রাত দিন,ওদের ঘাম ঝরে,
ঘুর পথে ওদের শ্রম হয়ে যায় চুরি
জৌলুস আর সম্পদে সিন্দুক ভরে।
অকালে বুড়িয়ে যায় সব রঙ-সব রস,
ওরা শ্রমিক,ওদের মাথার উপর থাকে বস।



৬৯. সূর্যসম
অচিন্ত্য সরকার


জীবকুলের কাছে যেমন সূর্য
বাঙালীর গুরুদেব ঠাকুর রবি;
পঁচিশে বৈশাখ বাঙালী সত্ত্বার ধারক,
মানুষের সুখে দুখে প্রকাশ বিশ্বকবি।


          ৭০.মা,ঈশ্বর কণা
অচিন্ত্য সরকার


মা, জন্মদাত্রী মা,আমার প্রথম প্রেম,
তোমার রক্ত-মাংসে আমার কুষ্টি
তোমার বুকের সুধায় আমার পুষ্টি
তোমার স্নেহ চুম্বনে আমার সন্তুষ্টি।

ঘর,খনি,খামার যেথায় থাকো কাজে,
চা-বাগানে কাজে মা, ইট ভাটায় মা
বুকে পিঠে বেঁধে আপন প্রাণের ছা
মা, তুমি যে মা,ঈশ্বর কণা তুমি, মা।