অস্থির
   অচিন্ত্য সরকার


মন করে যাই যাই
   যাবার উপায় নাই
   লকডাউনের চাঁই
                 মাথায়,
কি আর করি
ঘরে কাজ করি
বাঁচতে কে চায়
             একায়!


ছোঁয়াতে যে রোগ
করতে হয় ভোগ
ভাঙি তাই সংযোগ  
           বাঁচতে,
ঘরেতে বন্দ
কাটে ছন্দ
বড় যে দুর্যোগ
           ধরাতে।


লাগে বড় অস্থির
থাকা যায় না ধির
ভয়ে গা শিরশির
            ভাইরাসে।
সন্দেহ মানুষে
গুজব ফানুসে
ভিড় নয়,চাই নিড়
               অবকাশে।