ভাবনা
                  অচিন্ত্য সরকার


আলো ছায়া ভাবনাগুলো সদা ব্যস্ত রাখে
ঘুমের দেশেও স্বপ্ন হয়ে হঠাৎ কাছে আসে,
খুশির ডানায় ভর করে কিনে আনে হাসি
স্মৃতির মোহে অশ্রু ঝরায় কখনও অবকাশে।


শৈশবের বাহারী পাতা ভাবনারা সব আসে
ভাসিয়ে নেয় অমলিন কিশলয়ের দেশে,
আগামী দিনের ভাবনাগুলো ঝলসা আমাজান
চোখ রাঙিয়ে আসে যেন দূষণ রাহুর বেশে।


ধূসর রঙে দিগন্ত ছায়,বাতাস জুড়ে হাহুতাশ
ভালোবাসার ভাবনা দেখি পোকাকাটা ফুল,
মাটির গন্ধে উধাও ওড়ে চোখের যত রঙ
ধূসর রঙে ক্ষত কিশলয়,সুখ টা হলো ভুল।


জীবন জুড়ে রাগিয়ে যায় মৃত্যু রাজা রাঙা চোখ
ঘাটতি যোগান শ্বাস বায়ু, বাড়তি যোগান গরল,
স্বার্থ পাশের জীবন বাঁকে হাবুডুবু বিবেক বাবু
সুখের ঘুমে ভাগ বসিয়ে ভাবনাগুলো নেই সরল।