বিষয়-জলাভূমি


                ১.জীবনভূমি


জলাভূমি,জীবনভূমি লক্ষ প্রাণের বাস,
বাস্তুতন্ত্রের ভারসাম্যে অশেষ অবদান।
ফ্রোরা ফনা পুষ্ট হয়ে সুস্থ রাখে আবাস,
জলাভূমি বাঁচিয়ে বাড়াই জীবনের মান।
  
              ২.নিষ্ফলা


জলাভূমি থাকুক পূর্ণ আপন ছন্দে-রঙে
ফুল-ফল-মাছ-পাখিদের অবাধ বিচরণে।
শহরের মুনাফা মোহে ভরাট করলে জলা
পরিবেশের দূষণ শাঁপে জীবন নিষ্ফলা।