বিষয়-রক্তদান


         শ্রেষ্ঠ দান
              অচিন্ত্য সরকার


জগৎ মাঝে যত দান আছে,শ্রেষ্ঠ দান রক্ত
একটু যদি যুক্তিতে ভাবি,কাজটা নয় শক্ত।
সুস্থ্য মানুষ রক্ত দিলে,হয়না যে তার ক্ষতি
মানব সেবায় অংশ নিলে,খুশি জগৎপতি।


            ব্রত
                 অচিন্ত্য সরকার


কারখানায় রক্ত হয় না তৈরী
চাইলেই পাই না টাকার জোরে,
রক্ত দানের ব্রত নিতে হবেই
রক্তের বন্ধনে হাতে হাত ধরে।



    বিষয়-কাঁচ


             রকমারি
                অচিন্ত্য সরকার


কাঁচের শিশি বোতল,কাঁচের আয়না
কাঁচের পেয়ালা কাপ,কাঁচের চুড়ি,
কাঁচের নকশা বাল্ব,কাঁচের ঝাড়বাতি
আরো কতো কাঁচের পাই রকমারি।


   কাঁচ-স্বচ্ছ মন
        অচিন্ত্য সরকার


কাঁচ স্বচ্ছ তবু কাঁচ নয় হীরে
কাঁচকে যে কাটে নিমেষে অচিরে।
কাঁচের স্বচ্ছতা রাখলে মনের গভীরে
হীরে হয়েই থাকা যাবে কাঁচেদের ভীড়ে।