দেখতে পাবেই
                অচিন্ত্য সরকার


যদি পারো,শরীরের সব মেকাপ তুলে ফেলে,একবার
নিজের চোখে নিজের দিকে গভীর তাকিয়ে দেখো।
না,আয়নায় নয়,চোখ বন্ধ করে,একেবারে মনের গহনে
একা,সম্পূর্ণ একা,দেখবে নিজেরে নিশ্চয় পাবে দেখা।
দেখে নিয়ো সত্যিটা ঠিক করে,পৃষ্ঠা উল্টে,যা তুমি
স্বীকার না করে করে,হয়ত বা সত্যিই ভুলে গেছো।


দেখে নিয়ো,পর্দাটা ছিঁড়েছিলো কে,প্রয়োজনই বা
ছিল কার?মুখোশ পরেছিল কে,সত্যিটা লুকোবার!
কার ছিল ভুল,কে পেলো সাজা!প্রাণহীন অভিনয়ে
কলঙ্কিত প্রেম,দিশেহারা হলো পদে পদে!লুকোতে  
দুর্বলতা সারা টা জীবন,দোষ ধরল কে?সব সম্পর্ক
ছিঁড়ে খান খান হলো,কার জটিল মনে,কুটিল বানে!


কে নিলোনা দায়,কোন দিন কোন কাজে,শুধু মুর্খের
অহংকারে,নিলো যে সব,দিলো তাঁরে শুধু অপবাদ।
বন্ধু হবার সাধ্য ছিলো না কার,দারভার নিলো কে এই
দুর্বলতার?নিজ ছায়ার অভিসারে,সব কিছু দেখলো
কালো?সব সয়েও কলুর বলদ টেনে গেলো শুধু ঘানি।
অন্ধ তো ছিল না সে,ছিলো না কোনো বাধা,তবু কেন?


পেয়েছো উত্তর?নিশ্চয় পেয়েছো,কেননা কালের গর্ভে
সত্যি চাপা পড়লেও বিনষ্ট হয় না,বিকৃত হয় না,যেমন
টা তোমার চিন্তার তরঙ্গে আর মুখের গহ্বরে রোজ হয়।
সত্যিই  যদি পেতে চাও,নিশ্চয় পাবে,স্বীকার না করো,
পাবেই,কেননা ভয়টা তোমার,সত্যের নয়।তাই দেখতে  
পাবেই,সব শেষে অন্তত,আমার মৃত দেহে কান পেতে।