দোষ
       অচিন্ত্য সরকার


বাবার হাতে হাঁটতে শেখা
মায়ের শেখা বুলি,
আজ হয়েছি অনেক বড়
সেসব গেছি ভুলি।


আজকে আছে বন্ধু অনেক
হাতে আছে ফোন,
বাবা মা সেকেলে বড়ই
বসে না যে মন।


সারা দিন খাটে যে তারা
একটু বিরাম নেই,
আমি আছি মস্তি মজায়
চক্ষু লজ্জা নেই।


শ্রম বিমুখ,চালাই মুখ
ঘরের সুখে বসে,
এই করব,সেই করব
ফন্দি আঁটি কষে।


অবশেষে ধরব আঁচল
মা তো হবে দাসী,
বাবা হবে বুড়ো বোঝা
বউ কে ভালোবাসি।


লাগছে কাশি,পাচ্ছে হাসি
গেলা ফেলা দায়,
যুগের ঘাড়ে দোষ চাপিয়ে
গা বাঁচানো যায়!