একাত্মবাদ
অচিন্ত্য সরকার


হিন্দু মুসলিম নয় গো কেও
সবাই মোরা মানুষ ভাই,
একই বাতাস নিয়ে সবাই
একই ভাবে জীবন কাটাই।


একই মাটির ফসল খেয়ে
সবাই মোরা বেঁচে আছি,
একই ধরার পিঠের উপর
ঘর বেঁধে আমরা বাঁচি।


একই তরলে পিপাসা মিটাই
কেও পানি কেও বলি জল,
একই সূর্যের তাপ মোরা পাই
একই গাছের খাই ফল।


একই মোদের জীবন ধারা
একই মোদের জন্ম বিধান,
সবাই আমরা স্তন্য পায়ী
কিসের তবে এত ব্যবধান?


সবাই  আমরা দুঃখ বুঝি
সবাই সমান ব্যথা পাই,
সুখে সবাই হাসতে জানি
এক সুরে সবাই গাই।


স্নেহ-মমতা-প্রেম-ভালোবাসা
সবার মাঝেই বিদ্যমান,
সবাই ভালো বাসতে জানি
কিবা হিন্দু মুসলমান?


গঠন মোদের একই রকম
সবাই সমান অঙ্গধারী,
সৃষ্টিকর্তা এক জন নয়
কি করে তা বলতে পারি?


সৃষ্টিকর্তা এক আমাদের
কেও আল্লা,কেও বলি হরি,
একই জন সে,নামে ভিন্ন
এ নিয়ে কেন কলহ করি?


গীতা কোরাণ আছে যত
এই পূন্য ধরা তলে,
একই অমৃত বচন লেখা
বিজ্ঞ জনে তাই বলে।


মানুষ হয়ে যারা অমানুষ
ত্যাগ করেছে হুশ-মান,
তারাই শত্রু সব মানুষের
নয় সে হিন্দু মুসলমান।


ধরায় যত এসেছেন নবী
কিংবা বলো অবতার,
সবাই তাঁরা একই কথা
করে গেছেন প্রচার।


(আমার ছোটবেলার লেখা)