হেমন্ত
            অচিন্ত্য সরকার


মেঘ পরী ফিরে গেছে,দলবেঁধে দূরে,
হিমেল পরশ ফেরে,বাতাসের কোলে
মাঠভরা পাকা ধান,খুশি খুশি দোলে,
হালকা কুয়াশা মাখা,সকালের সুরে।


রোদ জল ক্লান্তি শেষে,ভরে ওঠে বুক,
নিকানো উঠোনে চাষী,স্বপ্ন দেখে সোনা
দুঃখের দিনের শেষে,সুখ আনাগোনা ,
খোকা কোলে চাষী বউ,হাসি হাসি মুখ।


রোদ দেয় উষ্ণ ছোঁয়া,ভালোবাসা মেখে,
সব্জির সম্ভার দিতে,ক্ষেত সেজে ওঠে
মালির আঙিনা জুড়ে,শত ফুল ফোটে,
মন ভরে নলেনের,স্বাদ চেখে দেখে।


প্রাণের পূর্ণতা আনে,ফুল সব্জি ভরা
হেমন্তের রঙ রূপে,সেজে ওঠে ধরা।