যাদু প্রদীপ
    অচিন্ত্য সরকার


পেতাম যদি যাদু প্রদীপ
হতো আজকে বেশ,
করোনা সব ভ্যানিশ করে
পুজোয় খুশির রেষ।


মাস্ক পরতে হতো আর
উদোম ছুটোছুটি,
ছোঁয়া ছুঁয়ির ভয়টা গেলে
করতাম লুটোপুটি।


বেরতে চাইলে মা আর
আসতো নাতো তেড়ে,
পিসির দেওয়া পুতুলটারে
নিতো নাতো কেড়ে।


ভয় যতসব লুকিয়ে যেত
যাদু প্রদীপ ছোঁয়ায়
সবুজগুলো মরতো না আর
দূষণ বিষের ধো়ঁয়ায়।


আপদ বালাই যত বিপদ
ফুসমন্তর যেত উড়ে,
খুশিগুলো মেলতো ডানা
মনের আকাশ জুড়ে।