কালবৈশাখী
              অচিন্ত্য সরকার


আকাশের পিঠে মেঘের কালো পাহাড়
হেলান দিয়ে শুয়ে আছে আড়াআড়ি,
বাতাসের কোল জুড়ে নিস্তব্ধতা মোড়া
শ্বাসরুদ্ধ সমুদ্র কিসের প্রমাদ গুনছে!


হঠাৎ বাতাস ধৈর্য হারালো মহা হুঙ্কারে
গাছেরা আপ্রাণ বাধা দিতে চেষ্টা করল,
তাদের মাথা গুলো প্রবলভাবে ঝাঁকিয়ে
ধেয়েগেল বাতাস রুদ্র ঝঞ্ঝার তান্ডবে।


আকাশে অশনি চমকে গেল বারংবার
শ্বাসরুদ্ধ সমুদ্র মহাতান্ডবে মাতাল হয়ে,
যোগ্য দোসর হলো রুদ্র কালবৈশাখীর
তান্ডবনৃত্যে ধ্বংসত্রিশূলধারী রুদ্রদেব।


ডাল,পাতা, ঘরের চাল উড়ল নিমিষে
ধুলোর ঝাপটায় ঝাপসা হল চারদিক,
আম,জামরুল ফল সব ঝরল তলায়
জীর্ণজরা যত ঝরে পড়ল অবলীলায়।


সব কালো মুছে আবার সুনীল আকাশ
পৃথিবীর তৃষ্ণার্ত বুকে বর্ষার নতুন পরশ,
মাটির সোঁদা গন্ধ শুঁকে শান্ত হলো ঝড়
নির্মল আনন্দে ঝলমল করল দশদিক।