খোঁজে না বুক
           অচিন্ত্য সরকার


আমার না থাকার একটুও অভাব
থাকবে না পৃথিবীর সহনশীল বুকে,
রাতের নিঃশব্দ শিশির বিন্দু যেমন
ছাপ রাখেনা সকালের রোদ্দুর সুখে।


মুকুলের সবুজতা কুসুমের সুবাস
মাতিয়ে রাখে বাতাস বসন্ত গীতে,
তারপর রঙচটা ঝরা পাতার ভীড়ে
একদিন নিঃশব্দে ঝরে যায় শীতে।


আমার কবিতা দোলা দেয় যাদের
হয়তো তারা জানবে না সেই ক্ষণে,
বাতাসের কাছে খবর যদি বা পায়
অশ্রু লুকিয়ে নেবে চোখের কোনে।


যাদের কেবল থাকা ঘিরে মধুচাক
প্রেমহীন,হৃদয়হীন,নির্দয় ও নিষ্ঠুর,
আগুনে জ্বালিয়ে ভেঙে নেবে চাক
পুষ্টিসুখের উল্লাস ভরে হাসবে ক্রুর।


প্রেমহীন এই সংসারের চকচকে সুখ
পকেট পেরিয়ে কভু খোঁজে কি বুক!