ক্ষয়ে যাই
             অচিন্ত্য সরকার


ইদানীং রোজ মানিয়ে চলি
মুখ ফুটে বলি আর না বলি,
ভদ্রলোকের ছাপ পড়া গায়ে
মানিয়ে চলা টা যে সংস্কৃতি।


ঘরে,বাইরে,অফিসে,রাস্তায়,
বাজারে,দোকানে,ভালোবাসায়
মিথ্যের ঝকমারি বড্ড বাড়াবাড়ি,
মুখ বুজে সয়ে যাওয়া বাঁচার রীতি।


সংখ্যার জোরে চলে যাচ্ছেতাই...
বিজ্ঞাপনের গুণে পসার যাচাই,
সঠিকটা বুঝেও,হেরে পথ বাই,
হৃদয়ে উষ্মা চেপে,ক্ষয়ে ক্ষয়ে যাই।