কবে হবে শেষ
        অচিন্ত্য সরকার


স্বাধীনতা,তুমি পড়েছো তো পছাত্তরে
ওদিকে আজও ভূস্বর্গের বুক কাঁপিয়ে
বোমা পড়ে রোজ রাতে উত্তরে।


দক্ষিণে,মধ্যে,পূবে,পশ্চিমে,দেশজুড়ে
ক্ষিদে ও সন্তুষ্টি সূচক ক্রমে নেমে যায়
ভোটের বাহারে গনতন্ত্র পোড়ে।


জাত সম্প্রদায়ে ভেঙে ভোট জারিজুরি
তোষণ,শোষণ, আর জাত-সংরক্ষণ
সংখ্যার জোরে চলে বাহাদুরি।


এখনও সব বাড়িতে শৌচাগারই নেই
খিদেতে গ্রাস করেছে অর্ধেক ভূখণ্ড
রেশন আর ভাতার বিকল্প নেই।


ডোমের চাকরি চেয়ে লাইনে ডক্টরেট
শ্রমিকের ঘর জুড়ে জমাট আঁধার
চকচক করে গুটিকয় কর্পোরেট।


লোকাল ট্রেনে ঠেসে পাশব যাতায়াত
রাস্তার শরীর জুড়ে গর্তের রকমারি
গঙ্গার নিষ্পাপ বুকে দূষণের হাত।


সংসদে প্রায়ই চলে হট্টগোল-লড়াই
দেশের স্বার্থে ডিবেট ভুলে গেছে যেন
গোষ্ঠী স্বার্থের শুধু চলছে বড়াই।


দুর্নীতি,স্বজনপোষণ,আর দীর্ঘ বিচার
প্রভাবশালী গোষ্ঠী হচ্ছে স্বেচ্ছাচারী
অসহয় দুর্বলের কেড়ে অধিকার।


কবে হবে একদেশ,একআইন,একজাতি
কবে পাবো সবাই স্বাস্থ্য,শিক্ষা,সুরক্ষা
কবে হবে শেষ আমাদের দুর্গতি?