কল্পলোকের গল্পরা ভেড়ে, দেবী মায়ের মূর্তি ঘিরে
উৎসব যত ব্যবসা তত,আর জৌলুস ঘুরে ফেরে।
ফুকারে আকাশ শুধু হা-হুতাস, জমন দুখিনী মা
বাসনের কালি আর সব কাজে গালি,তাঁর প্রাপ্য যা।
রান্না খাওয়া সব কাজ শেষে,থালি কুড়নো খাবার বেলা
সব ত্যাগ শেষে,বেলা অবশেষে,প্রাপ্তি শুধু অবহেলা।
বুকের দুধে,আপন খোরাকে, আপন সুখের বিনিময়
সন্তান তাঁর হয়েছে সবল,আজকে করেছে দুনিয়া জয়।
বিদ্যা-বুদ্ধি,চাকরি-বাকরি, মান-সন্মান,বন্ধু-সমাজ
মা-ই শুধু বড় বেমানান,কিছুই যেন বোঝে না আজ।
সন্তান তাঁর মস্ত এখন, বউ এর যোগ্য ভদ্র স্বামী,
ঘরে ঢুকতে পারে না মা আর, সেখানে সব বড্ড দামী।
মায়ের বোঝা খুব বেশি ভারী,বইতে চলে চল চাতুরী
বড্ড দামী এই বাজারে, বাড়তি একটা ভেটকি পাতুরি।
ঠোঁকা ঠুঁকি চলে রাত দিন,বউ ছেলেদের গা ঘিন ঘিন
সুখের বাসায় পূর্ণ শান্তি,আসবে মা মরবে যে দিন।
শক্তি রুপে আসিস মা,ভক্তি ভরে সাজায় ডালি বৌমা
সর্বহারা বৃ্দ্ধা রুপে এলে, বুঝবি তখন কদর কী মা!
কল্পলোকের গল্পরা ভেড়ে দেবী মায়ের মূর্তি ঘিরে
জনম দুখিনী মা যে আমার,মাটির ধরায় ঘুরে ফিরে।