মরীচিকা ভ্রম
                অচিন্ত্য সরকার


কেঁদে কেঁদে মনের ভেঙে যায় গলা
দিন যাপনের চলে নানান ছলাকলা
কেনাকাটা করেই কেটে যায় বেলা,
                                মরীচিকা ভ্রম।


মন যা চায়, বিবেক না বলে প্রতিক্ষণ
সংসারের কুটিলতায় আহত অনুক্ষণ
মরুদ্যান খুঁজে খুঁজে ক্লান্ত তৃষিত-মন,
                                    বৃথা শুধু শ্রম।


প্রেম হয়ে একদিন যা দিয়েছিল ধরা
যাপনের ক্লেদ জমে হয়েছে অধরা
সত্যি,মিথ্যে সবকিছুই হেঁয়ালি ভরা,
                                মরীচিকা ভ্রম।  
        
যা কিছু ঠিক ছিলো,হয়েছে তা ভুল
যা কিছু ভুল ছিলো,ফুটে হলো ফুল
জীবন রঙ্গমঞ্চে সবই আছে বিলকুল,
                               শুধু সময় ক্রম।


মরুদ্যান ভেবে যা আপন করে চাই
মরীচিকা মায়া হয় শুধু যন্ত্রণা পাই
তবুও সেই মায়া টানে জীবন যাচাই,
                              কেবলই পথশ্রম।
              
দেখি যা মন্দ বলে,কোথাও তা ভালো
দিনের আলোর মাঝে লুকিয়ে কালো
চিনতে পারে কি সব চোখের আলো!
                                  মরীচিকা ভ্রম।