নেট বিরহ
  অচিন্ত্য সরকার


আহা রে নেট,ইন্টারনেট,কোথা তুমি যাদু জাল?
তোমার বিহনে,বিরহ যাতনে,কাটাই যে কাল।
বন্ধুর বার্তা আটকে আছে,তোমার জালের ফাঁসে, কবিতাগুলো পারিনা পড়তে,কাজের অবকাশে।


ফেসবুক,হয়াটস অ্যাপে আসে না নটিফিকেশন,
ইউ টিউব এ বন্ধ হয়েছে যত ভিডিও আর গান।
চকচকে স্মার্ট ফোন গুলো মনে হয় সব বেকার,
টিকিট কাটা,বিল মেটানো যতই থাক দরকার।


সকালে চায়ের সাথে খবর গুলো গরম গরম,
আটকে গিয়ে তোমার গিটে,লিকার হয়েছে নরম।
গুজব ছড়াতে ওস্তাদ তুমি,তাই রাজা টিপেছে টুটি,
চোরের ভয়ে বাসন না কিনে,মাটি থেকে খাই খুটি।


চোর পুলিশের লুকোচুরিতে ব্যস্ত তারা দু'জনাই,
আমরা ছাপোষা আম জনতা,দুঃখ কাকে জানাই!


(অনেকদিন আগে নেট বন্ধ থাকাকালিন লেখা)