পরমাণু (৫১-৬০)
      অচিন্ত্য সরকার


(৫১)  কানমলা


        কৈ চায় না থাকতে জলে,
          রাঁধুনী দেয় কান মলে।


       (৫২)কাবু


বই-এর পোকা আর অফিস বাবু
রোগ কুড়িয়ে হচ্ছে কাবু.....


    (৫৩) লোভ
      
করোনা মরবে
লোভ নয়.....
সেটাই ভয়।


    (৫৪)  ইমিউনিটি
    
বাজারে আগুন
ইমিউনিটি বাড়াতে
হাওয়া খেয়ে দাও ঘুম।


     (৫৫)   বিমা


মোটা টাকা বিমা
খুলবে বৌয়ের ভাগ্যখানা
ভয়টা কি,মা?
      


    (৫৬)    ক্লান্ত
      
যারা আটকে ঘরে,
      .....ক্লান্ত.......
কবে হবে,কবে হবে করে!


      (৫৭)ফাগুন


বাজার আগুন
পোকা কাটা উচ্ছে বেগুন
পুড়ছে ফাগুণ


         (৫৮)ভালো আছি


ভালো আছি আমফানে,
লক্ষ্মী প্রাপ্তির গানে গানে
জনগণ জানে।


      (৫৯)ঘোল


ঘোল ঘোল
পৃথিবীটা গোল
অল ইজ ওয়েল,হরিবোল!


       (৬০)  কাটে কান


বিজ্ঞান বিশেষ জ্ঞান
গর্বেই অজ্ঞান,
ভাইরাসে কাটে কান।