পরমাণু (১৬১-১৭০)
         অচিন্ত্য সরকার


     (১৬১)
         প্রহসন
স্বাধীনতা শব্দের মধ্যেই 
অধীনতা এক মস্ত প্রহসন।


         (১৬২)
       ডাক্তার
ডাক্তারের ক্ষমতা ডাক্তারই 
জানে,মানে আর না মানে। 


        (১৬৩)
      ভারসাম্য
কাজের শক্তি কম হলে 
মুখের শক্তি বেশি হয়।


        (১৬৪)
       পঙ্কজ
পাঁকে জন্মেও পঙ্কজ হতে হলে
মাথা উপরে তুলতে হয়। 


       (১৬৫)
        যুদ্ধ
প্রতিক্ষণ যুদ্ধ চলে 
নীরবে,সরবে,ছলে,বলে 
জলে,স্থলে। 


             (১৬৬)
            বিজয়া
বিজয়া জানাই শুভেচ্ছা সদিচ্ছায় 
মিষ্টি মুখ আর হৃদয়ের উষ্ণতায়।


          (১৬৭) 
         অধিক 
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট 
অধিক ডাক্তারে বাড়ে কষ্ট। 


           (১৬৮) 
         সব নিয়ে
চাঁদের অমাবস্যা পূর্ণিমা ধাঁধা
সব নিয়েই জীবন বাঁধা।


              (১৬৯)


            আলো
আঁধার গলিতেও আলো ঋজু থাকে 
শুধু অস্বচ্ছের ছায়া রাখে। 


        (১৭০)
      ক্ষমতা অশ্ব
ক্ষেত্রে মানিয়ে মতার্দশ
ছুটে চলে ক্ষমতা অশ্ব।