পরমাণু (৩১-৪০)
     অচিন্ত্য সরকার


(৩১)চরিত্র
      অচিন্ত্য সরকার


চরিত্র বড় বিচিত্র,
শত্রু না করে,করো মিত্র।


           (৩২)আড়াল
                অচিন্ত্য সরকার


লুকোনোর চেষ্টা তীব্র হলে,
আশ্রয় মুখোশের আড়ালে।


(৩৩)বিচার
      অচিন্ত্য সরকার


বিচারে চাই রসিক জন,
বুদ্ধি,প্রমাণ আর মন।


    
         (৩৪)  কামড়
              অচিন্ত্য সরকার


কুকুরের লেজ সোজা হবার নয়,
  কামড় খাওয়াই নিশ্চিত হয়।


           (৩৫)জগৎ
                 অচিন্ত্য সরকার


চলছে জগৎ হাওয়ায় সুখে
  জীবন ছোটে মৃত্যু মুখে।


          (৩৬)হোর্ডিং
              অচিন্ত্য সরকার


তলার কুড়োবো, গাছেরও খাবো
সমাজসেবীর হোর্ডিং দেবো।


         (৩৭) আইন
               অচিন্ত্য সরকার


    স্বাধীনতা করতে সফল
     আইন চাই জলের তল।


(৩৮) মহামারী
        অচিন্ত্য সরকার


সব কি বলতে পারি!
বাক্ স্বাধীনতায় চির মহামারী।
        


      (৩৯)ব্যস্তানুপাতি
              অচিন্ত্য সরকার


জ্ঞান ও শান্তি
ব্যস্তানুপাতি।


       (৪০)স্বাধীনতা ভোগ
               অচিন্ত্য সরকার


স্বাধীনতা ভোগ করতে
বাতাসবৎ নমনীয়তা চাই।