পিকচার কথা (১৬-২০)
           অচিন্ত্য সরকার


পিকচার কথা -৩১
      অচিন্ত্য সরকার
মধু বসন্তের এই শেষ চৈত্র বেলা
নানা ফুল পাখিদের বসেছে মেলা।
শিবের গাজনে শুনি শেষের স্মরণ
হালখাতা,আল্পনায় নববর্ষ বরণ।


     নববর্ষ স্পেশাল
         অচিন্ত্য সরকার
নতুন বস্ত্রে,মিষ্টি মুখে
জমে উঠুক হালখাতা,
নববর্ষে শান্তি সুখে
ভরে উঠুক জীবন খাতা।


        পূজো স্পেশাল
              অচিন্ত্য সরকার
পটুয়া পাড়ায় ব্যস্ত সবাই, মূর্তি গড়া করতে শেষ
বাজার দোকান ভিড়ে ঠাসা, পরিপাটিতে বেশ কেশ,
উমা আসছে বাপের বাড়ি,তাইতো একটু বাড়াবাড়ি
দুঃখ ভুলে তুলবো ঘরে,সারা বছরের সুখ- আবেশ।


    পিকচার কথা -১১
          অচিন্ত্য সরকার
জীবকুলের কাছে যেমন সূর্য
বাঙালির গুরুদেব ঠাকুর রবি,
পঁচিশে বৈশাখ বাঙালী সত্তার ধারক
মানুষের সুখে দুখে প্রকাশ বিশ্বকবি।


       চিরস্মরণে সৌমিত্র
             অচিন্ত্য সরকার
মৃত্যুর সাথে তিনপাত্তি খেলা জীবন
গড়েছে বর্ণালী মরণের সাদা রঙে,
প্রেমের বন্যায় ভেসে অমরত্ব সন্মানে
নটরাজ হাসে দেখ মৃত্যুঞ্জয়ী ঢঙে।



(বি. দ্র.) কবিতা ক্লাবের প্রকাশিত সংখ্যা
শিরোনাম হিসেবে উল্লেখিত