প্রেমের ঘোরে
              অচিন্ত্য সরকার


তোমায় যেন দেখলাম পুরোনো সেই ছন্দে
সর্ষে ফুলের পরাগ মেখে কৃষ্ণকলি অঙ্গে।
প্রজাপতি ও ভ্রোমর যত মত্ত ওড়ে অস্থির
কোন ফুলে বসবে তারা করতে না'রে স্থির।


যে ফুলকলি শারদভোরে বেঁধেছিল মোরে
শিশির সোহাগে শিক্ত করে আপন বাহুডোরে।
কঠোর নিদাঘে পড়েছে ঝরে রুদ্র উত্তাপে
ঝরা ফুলে মালাগাঁথা সাতপাঁকী অভিশাপে।


ছুটে ফেরা শুধু যন্ত্রণা ধুধু মিথ্যে ফুলেল মোহে
রাত্রদিন তিলেতিলে মরি স্মরণ যাতনা সহে।
তবু ফিরেফিরে বেঘর থেকে ক্ষণিক দেয় টুকি
দুখের সাগরে সুখপাখি দেয় পানকৌড় উঁকি।


বাড়িয়ে যাতনা সুখের ঘরে গরল তীব্র হয়
প্রেমের ঘোরে মৃত্যুর পথে জীবনের ক্ষয়।