রঙ চটা ছবি
  অচিন্ত্য সরকার
        
মাকে নিয়ে আর নয়,কবিতার ঘটা,
মায়ের পাতটা জুড়ে,খাবারটা চাই,
মায়ের সুখের তরে,কোথা বল যাই!
চারিদিকে দেখি শুধু,ছবি রঙ চটা।


দূরাকাশে চাঁদ হাসে,কবিতার দোলে,
এক কোনে বসে মায়,পান্তা জল খায়,
স্বার্থের পৃথিবী ছেড়ে,কবি কোথা যায়!
কবির কলম কাঁদে,বিমুখ সকলে।


কোলাহল হলাহল,চার দিক জুড়ে,
যে যার পকেট চেপে,আছে সাবধানে,
মায়ের চোখের জল,নেই কোন মানে।
কবিতার ঝলকানি,শুধু খাতা জুড়ে।


চিন্তার কারণ বোঝে,মানুষ টা কই,
জ্ঞানযত বন্দি হয়ে,জুড়ে আছে বই।


    বি.দ্র.-সনেট  বা চতুদশপদী কবিতা
    রীতি-শেক্সপীয়ারীয়
    লাইন-14(4+4+4+2)
    প্রতি লাইনে 14 মাত্রা 8+6 আকারে আছে
            
অন্তমিল ABBA (১ম চতুষ্পদী)
               CDDC (২য় চতুষ্পদী)
               EFFE (৩য় চতুষ্পদী)
                GG    (দ্বিপদী)