সান্ত্বনা পাই
         অচিন্ত্য সরকার


দূষণের কবলে পৃথিবী,ঘৃণার কবলে ভালোবাসা,
তথ্যের ভারে ন্যূজ শিক্ষা,খিস্তির দৌরাত্ম্যে ভাষা
বিস্মৃতির কবলে স্মৃতি
দুর্নীতির কবলে নীতি,
মিথ্যের কবলে সততা,নৈরাশ্যের কবলে আশা।


ক্ষমতার দখলে আইন,গোড়ামীর কবলে ধর্ম,
ব্যস্ততার কবলে সময়,ভেজালের কবলে কর্ম,
আনুগত্যের কবলে তর্ক
স্বার্থের কবলে সম্পর্ক,
অর্থের দখলে রাজা,ভুলে গেছে মানুষের মর্ম।


নেতৃত্বহীনতার কবলে সময়, উদ্দেশ্যহীন পথচলা
শুভ ইচ্ছা কেঁদে ফেরে,দখলদারী করে ছলাকলা,
দুর্বলতার কবলে ক্ষমা
অবহেলার কবলে মা,
সংখ্যালঘুতার কবলে সুজন,সত্যিটা যায়না বলা।


রোগের দখলে শরীর,অক্ষমতার কবলে সাধ্য,
অস্থিরতার দখলে ভাবনা,মুঠো ফোন আরাধ্য,
মৃত্যুর কবলে জীবন
হতাশার দখলে মন
একাকিত্ববোধ সঙ্গী করে,বন্ধুহীন বাঁচতে বাধ্য।


সান্ত্বনা পাই মেঘের বুকে, এখনও আছে জল
সান্ত্বনা পাই ফুলের বুকে, নাচে প্রজাপতি দল,
চাঁদ সূর্য মেনে চলে ছন্দ
চন্দন দেয় নীরবে সুগন্ধ
সান্ত্বনা পাই মানুষ এখনও,পায় গাছের ফল।