শিশু ছড়া (৮১-৮৫)
                  অচিন্ত্য সরকার


          [৮১]
আম,কাঁঠাল আতা
জাম,জামরুল,লিচু
লেবু,কলা,বেল
আরও কত কিছু।


তাল,নারকেল,সবেদা
বাংলারই সব ফল,
নানান স্বাদে ভরা
খেলেও পাবে বল।


         [৮২]
ছোট্ট মেয়ে রুনুঝুনু
চলে নূপুর পায়ে,
রিনিঝিনি বাজে নূপুর
তাদের চলার ঘায়ে।


ব্যঙ্গমা আর ব্যঙ্গমী বলে
রুনুঝুনু ,যাও কোথায়?
বলল তারা মিষ্টি হেসে
মামা মামি থাকেন যেথায়।


           [৮৩]
ও লেজ রাঙা বুলবুলি,
কোথায় থাক,ঘুলঘুলি?


না গো খুকু না, তুমি-
যাচ্ছ কোথায় চুল খুলি?


আমি যাচ্ছি ফুল বাগানে
ফুল তুলবার আশায়।


আমি তো থাকি ঐ বাগানে
   গাছের ডালে বাসায় ।


তাই বুঝি?বেশ তো তবে
বল আমার সাথে
         ফুলেরা যা রাতের  বেলা
         বলে তোমার সাথে।  


          [৮৪]
ও ময়না,ময়না পাখি
সাড়া কেন দাও না?
এত করে তোমায় ডাকি
কথা কেন কও না?


রাগ করেছো, মলছি কান
মুখ করো না ভার,
জর্দা দিয়ে দেব পান
গড়িয়ে দেব হার।


এবার তবে মুথ খোল
গাও মিষ্টি গান,
সব অভিমান এখন ভোল
করো না আর মান।


       [৮৫]
ছোট্ট মেয়ে টুনি
পোষে টুনটুনি
সেদিন যেয়ে শুনি
বেড়াল এক খুনি
এক গালেতে ফেলেছে খেয়ে।
টুনির টুনটুনি।