স্মৃতিকণা
                   অচিন্ত্য সরকার


ট্রেন ছুটেছে পেরিয়ে পাহাড়,নদী বন,
এক সিটে পাশাপাশি আমরা দু'জন।


করোনা কালেও নেওয়া একটাই ঘর,
এই কথা ভেবে মনে,আমরা নই পর।


একসাথে খাওয়া,শোয়া বিদেশ বিভূঁই,
ভরসা একে অপরের তুমি আমি দুই।


হাসপাতালের লাইনে অপেক্ষা দু'জনে,
আপন জনের সাথে আছি জেনে মনে।


পাহাড়ে পাহাড়ে চড়া হাসি মজা ছলে,
অবসর কেটে গেছে নানা কৌতুহলে।


হোটেলের টেবিলে আমরা পাশাপাশি,
খাবারের স্বাদ গন্ধে কতনা হাসাহাসি।


টেনশন উদ্বেগ,সবই ছিল সাথে সাথে,
ভাগাভাগি করে নিয়ে থেকেছি সাথে।


অচেনা পথ,ঘাট,অজানা ভাব,ভাষা,
তবুও দু,জনে আছি,এই ছিল আশা।


বিষ্ময় মহাকাশেতেও হয়েছি সহযাত্রী,
উৎকণ্ঠা আর আনন্দে কেটেছে রাত্রি।

স্মৃতির স্বর্ণকনায় ধরা আছে সবকিছু
অনিশ্চিত জীবন পথে,একি কম কিছু!


রক্তে রক্তে ভরসা রোজই ভাঙে আজ,
সব পেরিয়ে,সততা-শক্তে,ভরসা-তাজ।


হয়ত,এমনটা লেখা ছিল,বিধির বিধান,
হঠাৎ দু'জনে মিলে হবে,এক অভিযান।


আজ যখন ছেড়ে যাও,পাই বড় ব্যথা,
সকলে তো বোঝেনা আবেগের কথা।



নতুন কর্মক্ষেত্রে পূর্ণ্যতা পাক জীবন,
সুস্থতা আর শান্তিতে ভরে উঠুক মন।