তাঁদের জন্য
              অচিন্ত্য সরকার


এখনও তো কয়েকজন
         বোকা শিক্ষার্থী আছেন যাঁরা,                
         পরীক্ষার হলে টুকলি করেন না।
         যাঁরা শেখার আনন্দে পড়েন,  
         শিক্ষাকে শুধুমাত্রই জীবিকার
         উপায় ভাবতে পারেন না।


এখনও তো কয়েকজন      
           বদমেজাজী শিক্ষক ঠায় দাঁড়িয়ে  
           পরীক্ষায় নকল করতে বাধা দেন,          
           সন্মান,শরীর,সম্পত্তির ঝুকি নেন।
           মূল্যবোধের কথা বলেন,মানেন,
           ভালোবেসে ক্লাসে পড়ান।
          
এখনও তো কয়েকজন
          সেকেলে আছেন যাঁরা সাদাকে সাদা,
    কোলোকে কালো বলেন,বলতে চান।                  
          যাঁরা দলের,বলের,জোটের,নোটের,
           ঘোঁটের,কোটার বা ভোটের নন।
           ব্রাত্য হবেন যেনেও তোষামদি নন।


এখনও তো কয়েকজন  
            দুর্ভাগা আছেন যাঁদের কাছে
            রাজ্যপাটের চেয়ে প্রতিশ্রুতি বড়।
            যাঁরা কাটম্যানি,ঘুষম্যানির,হ্যানির  
            তোয়াক্কা করেন না।মাথা খাটিয়ে
            অযথা মন যোগাতে নন সড়গড়।
        
এখনও তো কয়েকজন  
            সত্যিকারের প্রেমিক প্রেমিকা
            আছেন যাঁরা হৃদয়ের বাঁকে বাঁকে
            আজও বিশুদ্ধ উষ্ণতা ছড়ান।  
            সব প্রলোভন নিরপেক্ষ হয়ে,
            মনের টানে স্রোতের বিরুদ্ধে যান।


তাঁদের জন্য অন্তত
          মাতৃস্তনে বিশুদ্ধ পুষ্টি থাকুক,
          শিশুর হাসিতে সরলতা ঝরুক,        
          জল,বায়ু,মাটি,খাদ্য,প্রেম,শিক্ষা,
          ভক্তিতে শুদ্ধতা বিরাজ করুক,
          পৃথিবীতে শান্তি ফিরুক।