বন্ধু? সে তো ছিলাম একদিন
পাটীগণিতের খাতায়,
সুদকষার প্রশ্নমালায়,
হেলায় ফেলায়,হাজার ছলনায়,
চাহিদা-যোগানের ভারসাম্যে।
আসলে,বন্ধু বলেছো যাকে রেগুলার
সে তো কেবল,থার্ড পারসন সিংগুলার;
শুধু এস বা ইএস এর তারতম্যে
কাজ করে গেছে মূল ক্রিয়ার।
আজকে যখন ভরা সংসার
এস বা ইএস এর কাজ কি আর?