উত্তরীয়,তুমি গঙ্গাজল হও
                          অচিন্ত্য সরকার


উত্তরীয়,ইদানিং তোমার ঔদাহ্য দেখে
চোখ উঠে যায় চড়ক গাছের মগ ডালে;
রাজার কুটুম,সুখের পায়রা বক বকুম
যখন যেমন করছে হুকুম,পকেট মালে
জড়য়ে দিয়ে তোমায় কাঁধে;না বললে  
পড়বে ফাঁদে-অমান্য হয় রাজার হুকুম।
মুক লুকিয়ে ভাবছো তুমি,কুনো ব্যাঙের
চর্ম চুমি,সে দিন ছিল বড্ড সুখ,যেদিন-
তোমায় বুকে জড়িয়ে নিতো, সোনার
ছেলের উজল মুখ।ফুলের সুবাস বইতো
প্রাণে,হৃদয় ভরতো গর্ব গানে,সোনা-ছেলের
উচু মাথা আরও উচু তোমার মানে।
আতর ঢাকা এঁদো ডোবার গন্ধে দেখি,
আজকে তোমার রুদ্ধ শ্বাস; জড়িয়ে গলে
হলাহলে, শুনছো কেবল কথার কাজ।
ভাবছো মিছে জাতের কথা,হও না কেন
গঙ্গাজল;তোমার ছোঁয়ায় জাত মারা যাক
রাজ-ষণ্ড,অজ্ঞ-ভন্ড, আর যত আছে খল।