তুই কোথা ছিলি কোথা হতে এলি সোনা
ঘুমিয়ে থাকিস এই কোলে,
অফিস থেকে ফিরলে ঘরে নেচে উঠিস
জড়িয়ে ধরিস বাবা বলে !


তোর চাঁদপনা মুখটি দেখলে
দুঃখ কষ্ট থাকে নারে,
তোর মুখের আধো বোলে
মনের গুমোট যায় চলে!


এই পাষাণ শহর থমকে দাঁড়ায়
প্রতিক্ষণে তোর দুষ্টমিতে,  
ভোরের সূর্য উঁকি দেয় রোজ
তোর চোখের আলো ধার নিতে!


তুই কপট রেগে ঠোঁট ফুলিয়ে
দাঁড়াস যখন ওই দূরে,
বুকের গোলাপ বাগান হতে
পাখিরা সব যায় উড়ে!


তোর চোখের কোণে জল দেখে
যেন মেঘের ঘুম ভাঙ্গে,
সারা বাংলায় বর্ষা নামে
নদীরা সব বাণ ডাকে!


এই রক্তলোলুপ সময়টাকে
ভুলিয়ে দে তোর হাসিতে,
মানুষকে তুই বাঁচতে শেখা
ভালোবাসা আর বিশ্বাসে!