তোমরা মেতে ছিলে মৃত্যুর উৎসবে
তোমরা দেখছিলে রক্তের হোলি খেলা
তোমরা বুঝেছিলে শুধু অস্ত্রের ব্যবসা
তোমরা ওদেরকে মানুষ ভাবোনি কখনো
ভেবে ছিলে পাখি শিকার-


তাই কত শিশু কত নারী কত বৃদ্ধ কত যুবক
লাশের স্রোতে ভেসে গেছে জেরুজালেমের রাস্তায়
তোমরা তার হিসাব রাখোনি!


তোমরা নৃত্য করতে করতে ঢুকে পড়েছিলে
ইরাক আর আফগানিস্তানে,
হিংস্র নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে
রক্তের বন্যা বইয়ে দিয়েছো লোকালয়ে
লাশের স্তূপ দিয়ে গড়েছো পাহাড়-
তোমাদের পাশবিকতাকে তোমরা ভেবেছো শিল্প
তোমাদের গৌরব!


লেবানন লিবিয়া সিরিয়া সর্বত্রই তোমরা ছিলে
মৃত্যুর কারিগর-
গড়েছো তোমাদের অস্ত্র ব্যবসার রমরমা বাজার।


তোমরা যেখানে যেখানে বিষ ঢেলে এসেছো
তার রসায়নে জন্ম নিলো যে ফ্রাঙ্কেস্টাইন -
তাকে তোমরা কখনো বলো তালেবান
কখনো আল কায়েদা কখনো বা আই এস!


যে শিশু ভূমিষ্ঠ হতে পারেনি
মরে গেলো অসহায় মায়ের পেটে,
যে রমনী মা হতে পারেনি
চলে গেলো বুলেটের নিষ্ঠুর আঘাতে,
যে যুবক জীবনের জয়গান গাইবার আগেই
ঝরে গেলো অকালে .......


তাদের অভিশাপ তোমাদের চিরকাল তাড়া করবে
ফ্রাঙ্কেস্টাইন হয়ে.....


একটা সত্য তোমরা কখনোই বোঝোনি
ভালোবাসা দিয়ে যা সহজেই পাওয়া যেত-
রক্ত খেলায় আজ তা সুদূর পরাহত !