মেঘের আজলা ভরে জল পিয়ে
আমার তৃষ্ণা কেন গেলো না প্রিয়ে –
বরং বুকের ভিতর জ্বলে উঠল
দাউ দাউ করে!


আদুরী, জীবনের পথ সহজে শেষ হয় না
চলে গেলে আর ফেরাও হয় না ।
মুহূর্তের ঝড়ে নুয়ে পড়া ডালপালা আবার
পরক্ষণে সুস্থির হয়ে মিতালী করে
পাখি আর ফড়িংয়ের সাথে;
ছোটখাটো এইসব কষ্টের কথা
কেউ মনে রাখে না !


আদুরী, তোমার চোখের সমুদ্রতটে বসে
যে সময়টুকু পার করে এলাম –
তা ঝরে যাবে জানি সময়ের সীমাহীন স্রোতে ।