দুটি চোখে পরিপূর্ণ হয় না দেখা!
(যখন পঞ্চ ইন্দ্রিয় প্রায়শই ব্যর্থ)
এলোমেলো অগণন শব্দ দিয়ে তাই
তোমাকে স্পর্শ করি অনুভব করি
প্রবেশ করি অলিন্দ শিরায় শিরায়,
অতলস্পর্শী এ আকাঙ্ক্ষার শেষ নেই যেন
বুদ হয়ে থাকি ভূতগ্রস্থের মতো!


মাতৃভাষার অবিনাশী চোখে, শব্দ-চোখে
প্রতিনিয়ত এসে লাগে আলোরছটা
ভোরের পাখিরা উড়ে বেড়ায় দিগ্বিদিক
চঞ্চুতে ধরা বর্ণমালার সবুজ দূর্বা!