সীমান্তে যেমন কিছু চোরা পথ থাকে,
থাকে কিছু নিষিদ্ধ চলাচল-
তোমার আমার হৃদয় সীমান্ত মাঝে
তাই ফোটে গোলাপ প্রবল!

কাগজ কলমে আঁটে জীবনের মাপ?
মনের জানালায় তাই শুধু ভাবি,-
বাহিরে রং-তুলির ক্ষমতা কতটুকুই বা
ভিতরে আমার এক আকাশ ছবি!

কাছাকাছি আসি-
তবে পুরোপুরি মিশে যেতে পারি না;
এখানেই আমাদের ব্যর্থতা
এখানেই তোমার স্বকীয়তা!

দেবার অবশিষ্ট কিছু নেই!
হে রুপালী পায়রা,
সোনালী সন্ধ্যাকে বলো
সে যেন আমার জন্য অপেক্ষা না করে।



আমার বন্ধুর পথে হোঁচট খেলে এসে
রক্তক্ষরণে হৃদয় হয়েছে ব্যথা-
নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করি
কবি নই আমি কাব্য রচয়িতা!