যতদূর চোখ যায় এ শহর ভিজে যায়
বোহেমিয়ান মেঘ বৃষ্টি হাওয়ায়,
আমি ছিলাম দাঁড়িয়ে সুউচ্চ দালানের
দশম ফ্লোরে! কি অদ্ভুত-
হঠাৎ কেন মনে হলো তার কথা, সেই মুখ?
যাকে আমি কখনো ভালবাসার কথা জানাতে পারিনি
যার পাশে দু’মিনিট বসার কোনো স্মৃতি নেই আমার
সে এখন পরস্ত্রী সুদূর ইউরোপ প্রবাসী
এই বৃষ্টির সাথে কি সম্পর্ক তার?


আমারও আছে এক ছোট সংসার-
স্ত্রী আর ফুটফুটে সন্তান,
অনাগত আরেক সন্তানের জন্য আমি অপেক্ষমাণ!
হারানো প্রেম তবে কেন বেজে ওঠে প্রাণে-
আমার মনের ভিতরে বসে  
‘কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে?’


কখন যে বৃষ্টি থেমে গেল!
আমি ফিরে আসি নিজের কাজে-
মানুষের জীবনে ডেবিট ক্রেডিট না মিললেও
কর্মস্থলেরটা মিলাতেই হবে!