তুমি তো নিজেই কবিতা,  
জলপ্রপাতের তীরে পড়ে আছে তোমার কবিতাগুলো ।
সিনেমা  তো নয়, কেমন কবিতা হয়ে ভেসে যেতে,
অপু কি সিনেমা, সে তো কবিতা।

আমার শৈশব, কৈশোর, যৌবন
জীবনউপান্ত ভেসে গেছে তোমার লাবণ্যে।
হে লাবণ্যময়,
বেলভিউর মলিন বেড থেকে একবার
জানলায় এস, মীণ্টো পার্কের সবুজে, নিয়নআভায়
দেখ, সারা কলকাতার কান্না জমে আছে।  


হে নায়কের মতো কবিতা আমার,
কবিতার মতো শেষ হও, এই ভাবে নয়
ফিরে এসো!